Monday, April 11, 2011

Trinitri Rashimala By Zafor Iqbal (ত্রিনিত্রি রাশিমালা -জাফর ইকবাল)

Ebook: Trinitri Rashimala
Author: Mohammad Zafor Iqbal
Type: Science Fiction

বইয়ের নামঃ ত্রিনিত্রি রাশিমালা
লেখকঃ মুহম্মদ জাফর ইকবাল
ধরনঃ বৈজ্ঞানিক কল্পকাহিনী

To Download Click Here:
Download Link
Mirror Link


লেখক বৃত্তান্তঃ

মুহম্মদ জাফর ইকবাল
===========
জন্ম: ডিসেম্বর ২৩, ১৯৫২
পিতাঃ শহীদ ফয়জুর রহমান আহমদ
মাতাঃ আয়েশা আখতার খাতুন
স্ত্রীঃ ড.ইয়াসমীন হক
তাঁর দুই সন্তান - বড় ছেলে নাবিল ইকবাল এবং কন্যা ইয়েশিম ইকবাল

তিনি লেখক, পদার্থবিদ, ও শিক্ষাবিদ হিসাবে পরিচিত তিনি বাংলাদেশে বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখা ও জনপ্রিয়করণের পথিকৃত
এছাড়াও তিনি একজন জনপ্রিয় শিশুসাহিত্যিক এবং কলাম-লেখক তাঁর লেখা বেশ কয়েকটি উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে
তিনি বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞানও প্রকৌশল বিভাগে শিক্ষকতা করছেন
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড গড়ে তোলার পিছনে তাঁর অসামান্য অবদান রয়েছে গণিত শিক্ষার উপর তিনি ও অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বেশ কয়েকটি বই রচনা করেছেন

ব্যক্তিগত জীবন
==========
তিনি তার প্রথম বিজ্ঞান কল্পকাহিনী লেখেন সাত বছর বয়সে
জাফর ইকবাল ১৯৬৮ সালে বগুড়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ১৯৭০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশ করেন তিনি ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হন ১৯৭৬ সালে তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে পড়তে যান এবং সেখানে পিএইচ.ডি করার পর সুবিখ্যাত ক্যালটেক থেকে তার ডক্টরেট-উত্তর গবেষণা সম্পন্ন করেন
ড. জাফর ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ১৯৭৫ সালে তিনি ১৯৮২ তে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি সম্পন্ন করে ১৯৮২ থেকে ১৯৮৮ পর্যন্ত ক্যালিফোর্নিয়া ইনিস্টিটিউট অফ টেকনোলজিতে সাফল্যের সাথে ডক্টরেটোত্তর গবেষণা সম্পন্ন করেন ১৯৮৮ তে তিনি বিখ্যাত বেল কমিউনিকেশনস রিসার্চ (বেলকোর) এ গবেষক হিসাবে যোগদান করেন এবং ১৯৯৪ পর্যন্ত সেখানেই কাজ করেন ওই বছরেই তিনি দেশে ফিরে আসেন এবং সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে যোগদান করেন তিনি একাধিকবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হন এবং বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি এক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করেন
বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ূন আহমেদ তার বড় ভাই এবং ফান ম্যাগাজিন উন্মাদের সম্পাদক ও কার্টুনিস্ট, সাহিত্যিক আহসান হাবীব তার ছোট ভাই

পুরষ্কার সমূহঃ
===========
* বাংলা একাডেমী পুরষ্কার, ২০০৪
* শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে ২০০৫ সালে মেরিল-প্রথম আলো পুরষ্কার[৩]

উল্লেখযোগ্য রচনাবলী
=============
উপন্যাস
* আকাশ বাড়িয়ে দাও * দুঃস্বপ্নের দ্বিতীয় প্রহর
* বিবর্ণ তুষার * সবুজ ভেলভেট
* কাচসমুদ্র * ক্যাম্প
* মহব্বত আলীর একদিন

ছোট গল্প
* ক্যাম্প
* ছেলেমানুষী
* নুরূল ও তার নোটবই

বৈজ্ঞানিক কল্পকাহিনী
* কপোট্রনিক সুখ দুঃখ * ট্রাইটন একটি গ্রহের নাম
* যারা বায়োবট * টুকুনজিল
* বিজ্ঞানী সফদর আলীর মহা মহা আবিস্কার * নি:সঙ্গ গ্রহচারী
* মহাকাশে মহাত্রাস * ওমিক্রমিক রূপান্তর
* ফোবিয়ানের যাত্রী * বিজ্ঞানী অনিক লুম্বা
* বেজি * নয় নয় শূন্য তিন
* পৃ * অবনীল
* ক্রোমিয়াম অরণ্য * ক্রুগো
* সিস্টেম এডিফাস * একজন অতিমানবী
* ইরন * ফিনিক্স
* অবনীল * ত্রাতুলের জগৎ
* মেতসিস * ত্রিনিত্রি রাশিমালা
* অন্ধকারের গ্রহ(২০০৮)

কিশোর সাহিত্য
* দীপু নাম্বার টু (চলচ্চিত্র রূপ), ১৯৯৬ * হাতকাটা রবিন
* দুষ্টু ছেলের দল * জারুল চৌধুরীর মানিকজোড়
* আমার বন্ধু রাশেদ (চলচ্চিত্র রূপ), ২০১১ * দস্যি কজন
* কাবিল কোহকাফী * কাজলের দিনরাত্রি
* মেকু কাহিনী * টি-রেক্সের সন্ধানে
* আমি তপু * শান্তা পরিবার
* বকুলাপ্পু * নিতু ও তার বন্ধুরা
* টুকি এবং ঝায়ের (প্রায়) দুঃসাহসিক অভিযান * শাহনাজ ও ক্যাপ্টেন ডাবলু
* রাজু ও আগুনালির ভুত * নাট বল্টু(২০০৮)

কলাম সংকলন
* সাদাসিধে কথা * নিঃসঙ্গ বচন
* প্রিয় গগন ও অন্যান্য * হিমঘরে ঘুম ও অন্যান্য
* পৃথিবীর সৌন্দর্য এবং আলফ্রেড সরেন * ২০৩০ সালের একদিন ও অন্যান্য
* দুঃস্বপ্নের রাত এবং দুর্ভাবনার দিন * এখনো স্বপ্ন দেখায়
* ক্রসফায়ার এবং অন্যান্য * আরো একটি বিজয় চাই
* ভবদহের গল্প এবং অন্যান্য * বৈশাখের হাহাকার ও অন্যান্য

ভৌতিক সাহিত্য
* প্রেত * পিশাচিনী
* নিশিকন্যা * ছায়ালীন
* ও * দানব

টিভি নাটক
* গেস্ট হাউস * ঘাস ফরিঙের স্বপ্ন
* শান্তা পরিবার * একটি সুন্দর সকাল
* লিরিক

0 comments:

Post a Comment